নোটিশ এল কেন্দ্র থেকে, তিনদিনের মধ্যেই আলাপন কে দিতে হবে জবাব
ডেস্ক: কেন্দ্র ও রাজ্যের সংঘাত পৌঁছাচ্ছে চরম পর্যায়। কলাইকুন্ডায় বৈঠকের পর থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন শিরোনামে। যেখানে তাকে নিয়ে চলতে থাকে ফ্রেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন।
ইয়াস বিপর্যয় বৈঠকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে আধ ঘন্টার উপরে অপেক্ষা করানোর পর মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পৌঁছান বৈঠকে। সেখানে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ক্ষয়ক্ষতির ফল ধরানোর পড়ে বেরিয়ে আসেন বৈঠক থেকে। যার ফলে প্রধানমন্ত্রী অপমান বোধ করে। এই ঘটনার পরে ওই দিন রাতেই কেন্দ্র থেকে নোটিশ আসে আলাপনের কাছে সোমবার সকালে দিল্লির নর্থ ব্লকে রিপোর্টিং করার জন্য তলব করা হয় তাকে।
যদিও মুখ্যসচিবের পদ হতে মেয়াদ শেষ হয় তার 30 শে মে তেই। তবে উল্লেখ্য গত 24 শে মে চিঠি দিয়ে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত থাকায় পাল্টে যায় ছবি। যার কারণে এত তৎপর হয়ে আলাপন কে তলব করে কেন্দ্র।
কিন্তু গতকাল দিল্লি জন্য রওনা হন নি আলাপন। তাকে দেখতে পাওয়া যায় নবান্নে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী পাশেই। কাল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী যেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি রাজ্য এবং দুরাবস্থায় আমাকে ছাড়া সম্ভব না। তারপরেই আলাপন কে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনাগুলো এরপর কাল বিকেলে আলাপন বন্দ্যোপাধ্যায় নামে চিঠি আসে কেন্দ্র থেকে। যেখানে বিপর্যয় মোকাবিলা বৈঠকে তার উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হয়। এবং তার বিরুদ্ধে বিপর্যয়ের মোকাবিলা আইন ভঙ্গ করার অভিযোগ হানা হয়। বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করার জন্য কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না?
এই প্রশ্ন করে নোটিশ পাঠায় কেন্দ্র এবং এর উত্তর আগামী তিন দিনের মধ্যে আলাপন কে দিতে হবে।
এবং চিঠিতে স্পষ্ট লেখা ছিল প্রধানমন্ত্রীর বৈঠক উপস্থিত থাকার কথা ছিল মুখ্য সচিবের। কিন্তু আদতে দেখা যায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেন। বৈঠকে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরে যায়। প্রধানমন্ত্রী তথা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত না থাকার কারণে জল গড়ায় এত দূর।