T-20তে বাড়তে পারে দলের সংখ্যা, নতুন চিন্তাভাবনার প্রকাশ করল ICC

ডেস্ক: ক্রিকেট দেখতে ছোট থেকে বড় সকলেই বেশ পছন্দ করে। আর T-20 ম্যাচ এমনিতেই তো অনেক জনপ্রিয়। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) এবারের T-20 ম্যাচকে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য একটি পরিবর্তনের চিন্তা ভাবনা করেছে।

বর্তমানে T-20 বিশ্বকাপের খেলে ১৬ টি দল তবে আইসিসি চিন্তাভাবনা শুরু করেছে আরও ৪টি দল বাড়িয়ে দেওয়ার, ফলে এরপর থেকে মোট ২০টি দলের মধ্যে টুর্নামেন্টে হবে। তবে ২০২১ তে ভারতের এখনই এটি হচ্ছে না। পরিকল্পনামাফিক ২০২৪ সালের T-20 বিশ্বকাপ ২০টি দল নিয়ে হতে পারে।

কিন্তু শুধু T-20 বিশ্বকাপ এই নয়, এবারে 50 ওভার এর বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি। ব্রডকাস্টদের কথামতো ২০১৯ সালের বিশ্বকাপে ১৪ টি দল কমিয়ে ১০ টি দল করা হয়েছিল। কারণ অংশগ্রহণকারী কম থাকলে তাতে এক তরফা ম্যাচ কমানো যাবে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কে আরো বেশি জনপ্রিয় করে তুলতে চাইছে যে কারণে ইউরোপ ও আমেরিকায় ক্রিকেটের প্রসারের কাজও শুরু করে দিয়েছে। অন্যান্য দেশ গুলোকে আরো বেশি ক্রিকেটমুখী করে তোলার জন্যই পন্থী বেছে নিয়েছে আইসিসি।

২০২৪ তে যদি ২০টি দলে বিশ্বকাপ খেলা হয় তবে ৪টি গ্রুপে ভাগ হয়ে যেতে পারে ২০টি দল প্রত্যেকটি গ্রুপে থাকতে পারে ৫টি করে দল ফলে খেলা আরও জমে উঠবে।