লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নামতে পারে তাপমাত্রা

ডেস্ক: আকাশভাঙা বৃষ্টি লেগেই রয়েছে বেশ কয়েকমাস ধরে। শরতের আগমন হলেও এখনও রেশ কাটেনি বর্ষার। দুর্গাপুজোর অষ্টমী থেকেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। বাংলায় নিম্নচাপ সরাসরি প্রভাব না ফেললেও লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যজুড়ে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়ায় দফতর।

মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় অর্থাৎ 19 অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে 20 শে অক্টোবর অর্থাৎ বুধবার সকালে মধ্যে হিমালয় সংলগ্ন 5 জেলা যথা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতীভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 2-3 দিন তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।