স্বাভাবিক হতে পারে পরিষেবা, চালু হবে একাধিক রাজ্যের দূরপাল্লার ট্রেন

ডেস্ক: স্বস্তির মহল রাজ্যে, একদিকে পাওয়া যাচ্ছে সংক্রমণের হ্রাস হওয়ার সুসংবাদ। অন্যদিকে স্বাভাবিক জীবন যাপন শুরু করার ইঙ্গিত। চলতি বছরের কারণেই রাজ্যে জারি হয়েছে আংশিক এবং পূর্ণ লকডাউন।

যার কারণে যানবাহন পরিষেবা বাতিল করে দেওয়া হয়। বহুদিন আগে থেকেই বন্ধ হয় দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন ও ইতিমধ্যে বন্ধ করা হয়েছিল। কিন্তু চলছিল কিছু স্পেশাল ট্রেন। এবারে সংক্রমণ কমতে শুরু হওয়ায় পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি রেলের একটি বৈঠকে এ প্রস্তুতি নেওয়ার জন্য সব জেনারেল ম্যানেজারের নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে সংক্রমণের হার কমায় একাধিক রাজ্যের দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু করা হবে। যে কোনো সময় ট্রেন চালানোর নির্দেশ আসতে পারে। নির্দেশ পেলেই যাতে ট্রেন চালানো সম্ভব হয়, সেই প্রস্তুতিই নিতে বলা হয়েছে রেল আধিকারিকদের।

ইতিমধ্যে শিয়ালদা হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে দূরপাল্লার একাধিক কেন তার মধ্যে পড়ছে। 7 ই মে থেকে বাতিল করা হয়েছে হাওড়া রাখি স্পেশাল ট্রেন।

গত তিনদিন ধরে দেড় লক্ষের নিচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে কোন আক্রান্ত হয়েছে 1 লক্ষ 34 হাজার 154 জন। অনেকটাই কমেছে মৃত্যুর হার ও।