১ লা জুন থেকে মাধ্যামিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা, ঘোষণা জারি করল রাজ্য শিক্ষা পরিষদ

ডেস্ক: গোটা দেশের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি শোচনীয়।
কোরোনার প্রভাবে দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক সাথে শিক্ষার ও করুন অবস্থা। গত ১ বছর ধরে সমস্ত শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে আছে। গত বছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের লকডাউনের পর না হওয়া পরীক্ষায় উর্ত্তীর্ণ করে দেওয়া হয়েছিল। কলেজে সেমিস্টার গুলি নেওয়া হয়েছিল অনলাইন এ।

অনলাইন ক্লাসের ওপর নির্ভর করে হচ্ছে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা।
কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো “এ বছর হবে কি মাধ্যমিক পরীক্ষা??”

বিধানসভা নির্বাচনের জন্য পিছানো হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
গতবারে শিক্ষা পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল ১৫ জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। নির্দিষ্ট বিধি নিষেধ মেনে নেওয়া হবে পরীক্ষা।

এবং সূত্রে জানা গেছিলো ১ লা জুন থেকে চালু হবে মাধ্যমিক। সেই হিসাব মতো আর ২০ দিন পর বাকি বোর্ড এক্সাম এর। কিন্তু এই তথ্য নিয়ে বিভ্রান্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। সকলে আবেদন করেন এ বছর এই সময় যখন কোরোনার দ্বিতীয় ঢেউ সকল কে গ্রাস করছে সেখানে এখন বোর্ডের পরীক্ষা স্থগিত রাখতে। পরীক্ষার্থীদের জন্য এটি সংক্রমণাত্মক হতেই পারে।
তার ওপর রাজ্যে আংশিক লকডাউন থাকার ফলে যাতায়াত পরিসেবা প্রায় বন্ধের মুখে। পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছনো সম্ভব হয়ে উঠবে না।

কিন্তু এ বিষয় সরকার ও শিক্ষা পরিষদ থেকে কোনো রকম খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রাজ্যের নতুন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে কোনো রকম ঘোষণা জারি করেননি।