বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বাস মালিকদের শোকজ নোটিশ ধরালো রাজ্য পরিবহন দপ্তর
ডেস্ক: একে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি অন্যদিকে সাধারণ মানুষের বন্ধ থাকা কাজ করবার, খোলেনি স্কুল কলেজ। যার কারণে তেমন ডেলি প্যাসেঞ্জারি ও করছে না অনেকে। সেই কারণেই ব্যাপক মাত্রায় ভাড়া বাড়িয়েছে বাস মালিকরা।
7 টাকার ভাড়া 10 টাকা, 9 টাকার ভাড়া 15, 11 টাকার ভাড়া 20 এবং 12 টাকার ভাড়া 25 করে নেওয়া হচ্ছে। বহু রুটেই এমন ভাবে ভাড়া নিচ্ছে বেসরকারি বাসগুলি। অভিযোগ করছে ক্ষিপ্ত সাধারণ মানুষ। এবারে এই বিষয় নিয়ে তৎপর হলো রাজ্য সরকার। বেশ কয়েক জন বেসরকারি বাস মালিককে শোকজ নোটিশ ধরালো রাজ্য পরিবহন দফতর। অনুদানের নামে লকডাউনের পর নিজেরাই ভাড়া বাড়িয়ে নিয়েছিল বাসমালিকরা।
এর অভিযোগ আসা মাত্রই ভাড়া নিয়ন্ত্রণে চলন্ত বাসে হানা দিয়েছে মোটর ভেহিক্যালস ইন্সপেক্টরা। রাজ্য পরিবহন দফতর সিদ্বান্ত নিয়েছে, সে সমস্ত রুটে বাড়তি বাস ভাড়া নেওয়া হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করা যাবে। বর্তমানে শোকজ নোটিশ পাঠানো হলেও, পরবর্তী কালে নির্দেশ উপেক্ষা করলে ভবিষ্যতে পারমিট বাতিল করা হতে পারে।
গতমাসের 30 তারিখ এবং 8 অক্টোবর সোমবার পরিবহন দফতরে অভিযুক্ত বাসমালিকদের হাজিরা দিতে হয়েছিল। বাড়তি ভাড়া নেওয়ার কারণে জন্য তাদের জবাবদিহি করতে হয়।
তবে এর আগে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আগেও এ কথা স্পষ্ট করে জানিয়েছিলেন, অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাস মালিকদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে।