পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, জেনে নিন বিশদে

ডেস্ক: রাজ্যে চলা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এই বছরেও সমস্যা দেখা দিল শিক্ষা ক্ষেত্রে। যেখানে এ বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এবারে রাজ্য পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

বুধবার এক সাংবাদিক বৈঠকে জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় 6 দিন পিছিয়ে দেওয়া হয়েছে জয়েন্ট পরীক্ষা। আগামী 17 ই জুলাই অফলাইনে নেওয়া হবে পরীক্ষা গুলি। এবং ফল প্রকাশিত হবে 14 ই আগস্ট এর মধ্যে। ভর্তি সংক্রান্ত কাউন্সিলিং 15 সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় শেষ করা হবে। এর আগে 11ই জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় হওয়ার কথা ছিল।

চলতি বছরে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং মিলিয়ে মোট 92 হাজার 695 জন পরীক্ষার্থী অংশ নেবে। 274 পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। এবং পরীক্ষার্থীর সুবিধার্থে বাড়ির কাছেই নির্ধারিত করা হবে পরীক্ষা কেন্দ্র। কাউন্সিলের সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে এই মহামারীর পরিস্থিতিতে প্রথম অফলাইনে পরীক্ষা নেওয়া হবে রাজ্যে।

রাজ্য সরকার জয়েন্ট নিয়ে সিদ্ধান্ত নিলেও এখনও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা কবে হবে তা ঘোষণা করেনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সাধারণত রাজ্য জয়েন্ট পরীক্ষা হয় এপ্রিল মাসে। গত বছর কোরোনার প্রভাব শুরু হওয়ার আগেই এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এবছর পরীক্ষা পিছিয়ে গেল অনেকটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *