তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের হুমকি, ঘুম উড়ল প্রশাসনের

ডেস্ক: একেই তালিবানি ত্রাস চলছে আফগানিস্থানে। চিন্তামগ্ন গোটা বিশ্ব। আফগানিস্তানী আটকে রয়েছে বহু ভারতীয়। প্রাণ বাঁচাতে কেউ কেউ নিজের ঘরবাড়ি ফেলে প্রাণ হতে নিয়ে বেরিয়ে আসছেন দেশ থেকে। কেউ কেউ বেরোনোর সুযোগ না পেয়ে আটকে থেকে দিন গুনছে মৃত্যুর, অপেক্ষা করছে আরও খারাপ কিছুর। ইতিমধ্যে বদলে গেছে দেশের নাম সাথেই দেশের নিয়ম কানুন। মেয়েদের উপর জারি হয়েছে একগুচ্ছ ফতোয়া।

আর এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেখানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তালবানরা সেখানে তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকের এল হুমকি। বুধবার সন্ধ্যায় এক হুমকি ফোনে ঘুম উড়ল প্রশাসনের। এয়ার ইন্ডিয়ার অফিসে এক উড়ো ফোনে হুমকি আসে কলকাতার বিমান হাইজ্যাক করবে তালিবানরা। খবর পাওয়া মাত্রই চরম তৎপরতার সাথে নিশ্ছিদ্র করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। গোটা বিমানবন্দর মুড়ে ফেলা হয় নজিরবিহীন নিরাপত্তায়।

পাশাপাশি শুরু হয় তদন্ত। তালিবানের নামে কলকাতার বিমান হাইজ্যাকার হুমকি কেন আসবে তা নিয়ে চিন্তায় পড়েন তদন্তকারীরা। এদিকে ফোন কল ট্রেস করে ততক্ষণে পুলিশ সন্ধান পায় ফোনকারী ব্যক্তির। গ্রেফতার করা হয় প্রশান্ত বিশ্বাস নামক এক যুবককে। প্রাথমিক তদন্তে অনুমান এই যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও তদন্ত চলছে এখনও। নিশ্চয়তা নেওয়া হচ্ছে যুবক সত্যি মানসিক ভারসাম্যহীন নাকি অকারণ দুশ্চিন্তা জনক ঠাট্টা করার জন্য এমন কার্য।

তবে সে যাই হোক বিষয়বস্তুটি ভালো চোখে দেখছেন না তদন্তকারীরা। এই মুহূর্তে আতঙ্কের আরেক নাম আফগানিস্তান ও তালিবান। আর এই আতঙ্ক নিয়েই মশকরা করার বিষয়টি মোটেই গ্রহণযোগ্য না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *