শুরু হয়েছে আনলক প্রক্রিয়া, চালু হবে যান বাহন পরিষেবা
ডেস্ক: রাজ্যে চলা বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো আগামী 15 জুলাই পর্যন্ত। তবে আগেরবারের ঘোষণার সময় থেকেই শুরু হয়েছিল আনলক প্রক্রিয়া। যেখানে আনলক প্রক্রিয়ার দ্বিতীয় দফা মিলছে বহু ছুট। দেওয়া হয়েছে গণপরিবহনে ছাড়।
সোমবার দুপুরে নবান্নের এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা জারি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 লা জুলাই চিকিৎসকদের দিবারাত্রি কঠোর পরিশ্রমের সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ছুটি। এবং 2 রা জুলাই থেকে চালু হবে যানবাহন চলাচল।
জেনে নিন নতুন বিধিনিষেধের আওতায় কি কি খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
1. সরকারি ও প্রাইভেট বাস, অটো, টোটো, রিক্সা সহ যাবতীয় পরিষেবাগুলি চালু করা হবে তবে 50 শতাংশ ক্যাপাসিটি অনুযায়ী। প্রতিদিন বাস চালকদের টিকাকরণ আবশ্যিক। এবং নিয়মিত স্যানিটাইজ করতে হবে যানবাহনকে।
2. স্পা, সেলুন ও বিউটি পার্লার সকাল 11 টা থেকে 6টা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে। এককালীন 50 শতাংশ গ্রাহক উপস্থিত থাকতে পারবে। কাস্টমার এবং স্টাফদের ভ্যাক্সিনেশন আবশ্যিক।
3. বাজার দোকান খোলার সময়সীমা বাড়ানো হলো। মাছ এবং সবজি বাজার সকাল 6 টা থেকে বেলা 12 টা পর্যন্ত খোলা থাকবে।
4. এছাড়া বাকি সমস্ত দোকান পত্র 11 টা থেকে 8 টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
5. জিম খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে খোলা থাকবে। সকাল 6 টা থেকে 10 টা এবং বিকেল 4 টে থেকে 8 টা পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রেও এককালীন 50 শতাংশ মানুষ সেখানে উপস্থিত থাকতে পারবে।
ট্রেন পরিষেবা চালু হওয়ার বিষয় কোনো রকম নির্দেশিকা জানায়নি রাজ্যে সরকার।