ডেস্ক: সৌন্দর্যতা কে না চায়! মূলধনের পরে এই জিনিসটার প্রতিই বিশেষ আগ্রহ মানুষের। সুন্দর হওয়ার নেশায় মানুষ অনেক কিছু করে বসে। মুখের ওপর অস্ত্র প্রচার করতেও দ্বিধা বোধ করে না। এমন কি সুন্দর হওয়ার চাহিদায় মানুষ মুখের ওপর অ্যাসিড ও ব্যবহার করছে।
তবে এই এটি ফ্লুরোঅ্যান্টিমনিক অ্যাসিড এর মত ভয়ঙ্কর না। এই অ্যাসিডের নাম আলফা হাইড্রক্সি অ্যাসিড(AHA) বা গ্লাইকোলিক অ্যাসিড। সুন্দর সুন্দর ও সুস্থ ত্বক পাওয়ার জন্য এই অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে। গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বজায় থাকে।
ম্যাজিকের মতো ত্বকের সব সমস্যার সমাধান পেতে এই অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে দেখতেই পারেন। এটি ত্বকের উপরভাগ থেকে মৃতকোষকে এক্সফলিয়েট করে। তবে কতটা পরিমাণ এবং কীভাবে ব্যবহার করবেন সেটি জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন আপনার ডার্মাটোলজিস্ট এর সাথে।
গ্লাইকোলিক অ্যাসিডের উপকারিতা
1. এই আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) ব্যবহারে অকাল বার্ধক্য রোধ করা সম্ভব।
2. ত্বকের শুষ্কতা, হাইপারপিগমেন্টেশন, ব্রণ র সাথে লড়ার জন্য কার্যকরী।
3. রিঙ্কেলস্, ফাইন লাইন, এবং ফ্রেকেলস দুর করে।
4. ত্বক হাইড্রেট করে। ত্বককে উজ্জ্বল এবং মসৃণ এবং নরম করে তোলে।
5. ত্বকের উপরিভাগ ভাগ থেকে মৃত কোষ দূর করে। ওপেন পোরস এবং ব্রেকআউট নিয়ন্ত্রণ করে।