ডেস্ক: অবশেষে পোস্তা উড়ালপুল কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। আগামী 20 তারিখ থেকে সম্পূর্ণরূপে ভাঙ্গা হবে পোস্তা উড়ালপুল। 15 ই জুন থেকে চার ধাপে ভেঙে ফেলা হবে পুলটির কাঠামো। প্রথম দফায় 45 দিনের মধ্যে হাওড়ার ব্রিজের সামনে থেকে পোস্তা মোড় পর্যন্ত ভাঙা হবে। এবং পরে ধাপে ধাপে গিরিশ পার্ক পর্যন্ত সমস্তটাই ভেঙে ফেলা হবে।
ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যেখানে সোমবার রাত 11 টা থেকে বন্ধ করে দেয়া হয় নর্থ স্ট্যান্ড রোডের যান চলাচল।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, অন্য রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। এ কে টেগোর স্ট্রিট, মহর্ষি দেবেন্দ্র রোড ও গণেশ টকিজ হয়ে গাড়ি চলাচল করছে। এছাড়াও মহাত্মা গান্ধী রোড কে বড় গাড়ি চলাচলের জন্য দুটি লেন এ ভাগ করা হয়েছে। পণ্যবাহী গাড়ি ঢুকেছে সেন্টাল অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণি থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এম জি রোড এ ট্রাম চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। এবং সকাল থেকেই এই এলাকায় ব্যারিকেড দেওয়ার কাজ চলছে।
31 শে মার্চ 2016 সালে আচমকাই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। মৃত্যু হয় 28 জনের। এ ঘটনার পর থেকে দাবি ওঠে সম্পূর্ণ ফ্লাইওভারটি ভেঙে ফেলার জন্য। এবং এই উড়ালপুল ভাঙার বিষয় নির্ধারিত করতে কমিটি গঠন করে মুখ্য সচিব। খড়গপুর আইআইটির রিপোর্ট অস্পষ্ট থাকায় পোস্তা উড়ালপুল এর ভবিষ্যৎ নির্ধারণ করতে দায়িত্ব দেওয়া হয় বিশেষজ্ঞ ভিকে রায়নাকে। এবং তারই পরামর্শে উড়ালপুল ভাঙা হচ্ছে।
কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী প্রধান ফিরহাদ হাকিম পোস্তা ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তের পর এ কথা জানান। তবে এর ফলে কোন দোকান বা রাস্তা পরিবর্তন হবে না। শুধুমাত্র একটি লেনের পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।