পৃথিবী নিমজ্জিত থাকবে অন্ধকারে, দাবি অজানা এক টাইম ট্রাভেলারের
ডেস্ক: বৈজ্ঞানিক প্রযুক্তিতে টাইম ট্রাভেলিং নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক উৎসাহ থাকে। এবং অনেক বিজ্ঞানী আছেন যারা টাইমটেবিল ইন কে বাস্তবায়িত করার চেষ্টা তে লেগে আছেন।
সাইন্স ফিকশন মুভি তে ট্রাভেলিং বেশ থ্রিলিং ও এডভেঞ্চারিওয়াস ভাবে দেখানো হয়।
কিন্তু বিজ্ঞান যতই উন্নত হয়ে যাক না কেন বর্তমান সময়কালেও টাইম ট্রাভেলিং গেজেট তৈরি করা একটা স্বপ্নের মতো ই।
তবে এরম অনেক মানুষকেই দেখা যায় যারা নিজেদের টাইম ট্রাভেলার বলে দাবি করে।
এমনই একজনকে @timetraveler2582 নামে টিক টক এ দেখা গেছে যিনি দাবি করেন যে আজ থেকে ৪ বছর পর ২০২৬ এ জুনের ৬ তারিখ গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যেখানে গোটা পৃথিবীতে একটি মাত্র আলোর কণা দেখা যাবে না। টানা তিন দিন ধরে থাকবে পৃথিবী এমন অন্ধকারময়।
টিকটকের এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে বিতর্কের সূত্রপাত করে। অপরদিকে বিজ্ঞানীদের মনে এনে দিয়েছে প্রশ্ন, আদেও কি এমন কিছু হতে চলেছে পৃথিবীতে? ভিডিওটি যে করেছেন আদৌ কি সে সত্যিই টাইম ট্রাভেলার।
ভিডিওটির পরিপেক্ষিতে যখন নেটিজেনরা প্রশ্ন করে কেন হবে এরকম একটি ঘটনা পৃথিবীতে কেন হয় পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন? এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয় ব্যক্তিটি।
ফলে অনেকেই বিষয়টিকে ভুয়ো খবর বলে মেনে নেয়।