২৭০০ টাকার রেমডেজিভির ২৫০০০ টাকায় বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে তিন অভিযুক্ত

ডেস্ক: গোটা দেশ যখন এক মহামারীতে তোলপাড় হয়ে রয়েছে তখনও কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই মহামারীর প্রতিষেধক নিয়ে কালোবাজারি করছে।জরুরি ওষুধ অন্যান্য জিনিসপত্রের কালোবাজারি তৈরি করেছে মানুষের মধ্যে নতুন আতঙ্ক। একটি প্রয়োজনীয় দ্রব্যের অনেকগুণ দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে।
সিলিন্ডার হোক বা কোরোনার ভ্যাকসিন কোন কিছুই বাদ দিচ্ছেন না এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো। বেশি দামে রেমডেজিভির বিক্রি করতে গিয়ে এবারে হাতেনাতে ধরা পড়লো তিনজন ব্যক্তি। ডায়মন্ডহারবার থেকে তাদের গ্রেফতার করেছে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ। ২৭০০ টাকার রেমডেজিভির বিক্রি করছিল ২৫০০০ টাকায়।
গতকাল রাতে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে রাজকুমার রায়চৌধুরী, দেবব্রত সাহা ও ইন্দ্রজিৎ সাহু নামে তিনজন অভিযুক্তকে। কোনো এক সূত্রে পুলিশ বাহিনী খবর পায় এই অভিযুক্তরা ২৭০০ টাকার রেমডেজিভির ২৫০০০ টাকায় বিক্রি করার পরিকল্পনা করছিলো এবং বিক্রি করার মুহূর্তে তারা হাতেনাতে ধরা পড়ে পুলিশের সামনে এদের কাছ থেকে ১৩২ কার্টুন রেমডেজিভির পাওয়া গিয়েছে।