আগামী 7ই নভেম্বর থেকে বাংলায় নিষিদ্ধ হতে চলেছে তামাকজাত দ্রব্য, গুটখা! নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা সহ জেলও

ডেস্ক: ‘তামাক স্বাস্থ্যের পক্ষে হানিকর’ এই বিষয়টি সবাই জানলেও মানে কয়জন? তবে এবার থেকে বিষয় টি না মানলে যেতে হবে হেফাজতে। রাজ্য স্বাস্থ্য দফতর জারি করলো কড়া নির্দেশিকা, পানমশলা, গুটখা নিষিদ্ধ হলো বাংলায়। পানমশলা এবং গুটখার মতো তামাকজাত দ্রব্যের আশক্তি বাড়ছে রাজ্যে। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর সেই কারণেই সরাসরি বিজ্ঞপ্তি জারি করে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্য গুলো উৎপাদন, বিক্রি, সংরক্ষণ ও সেবন নিষিদ্ধ করা হলো বাংলায়।

স্বাস্থ্য দফতর সুত্রে খবর, নির্দেশিকা উপেক্ষা করে কেউ যদি গুটখা উৎপাদন, বিক্রি, সংরক্ষণ ও সেবন করে তাহলে তার জেল এবং জরিমানা দুটোই হবে। এবং এই নিষেধাজ্ঞা জারি হবে 7 ই নভেম্বর থেকে। তবে রাজ্য স্বাস্থ্য সুরক্ষা দফতর জানায়, 2006 সালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

2019 সালেও পশ্চিমবঙ্গ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল তামাকজাত দ্রব্যের ওপর। টানা একবছর গুটখা উৎপাদন, বিক্রি ও সেবন বন্ধ ও ছিল। কিন্তু এর পর থেকেই প্রশাসনের নাকের ডগা থেকেই সব কিছু স্বাভাবিক ভাবেই চলতে শুরু করলো। সুতরাং 2021 এর এই নিষেধাজ্ঞা কতটা বাস্তবায়ন হয় সেটিই দেখার মতো। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হল। যেসব জিনিসে নিকোটিন বা তামাক রয়েছে, তা বর্জন করতে হবে। যদিও এই নির্দেশিকায় সিগারেট নিয়ে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই সিগারেট, বিড়ির মত তামাকজাত দ্রব্য বিক্রি, সংরক্ষণ বা সেবনে জারি হতে পারে নিষেধাজ্ঞা।