ডেস্ক: ঊর্ধ্বগামী জ্বালানির দাম। হু হু করে বেড়ে চলেছে পেট্রোল ডিজেল এর মূল্য। গত মাস থেকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মূল্যবৃদ্ধি হচ্ছে। যার জেরে নাজেহাল আমজনতা। একে গত বছর ধরে চলা লকডাউনের কারণে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশের মধ্যবিত্ত পরিবার গুলি। চাকরি খুয়েছেন লক্ষ্য লক্ষ্য মানুষ। তার ওপর ভয়ংকর মূল্যবৃদ্ধির কারণে পেট চালানো দায় হয়ে পড়েছে।
রাজ্যে কার্যত লকডাউন শিথিল হলেও পর্যাপ্ত যানবাহন পরিষেবা। এমনিতেই রোজগার বিপন্ন তার ওপর পেট্রপন্যের মূল্যবৃদ্ধি দারুন ভয়ঙ্কর কম্বিনেশন হয়ে উঠেছে। শনিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 39 পয়সা। এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে 32 পয়সা।
কলকাতায় পেট্রোলের দাম 101 টাকা 01 পয়সা। এবং ডিজেলের দাম 92 টাকা 27 পয়সা।
দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম 100 টাকা 91 পয়সা এবং ডিজেলের দাম 89 টাকা 88 পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম 106 টাকা 93 পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে 97 টাকা 86 পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম 101 টাকা 67 পয়সা। এবং ডিজেল 94 টাকা 39 পয়সা।
এই ভাবে জ্বালানীর মূল্যবৃদ্ধি হওয়ার কারণে প্রতিবাদে নেমেছে বামফ্রন্ট ও কংগ্রেস উভয়েই। রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে মূল্যের কমানোর আর্জিতে পাঠান চিঠি ও। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি।
এরই মধ্যে দার্জিলিংয়ের লোক সভার বিজেপি সাংসদ রাজু বিস্ত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন পেট্রপন্যের মূল্যবৃদ্ধি কে আমিও সমর্থন করি না। কিন্তু রাজ্য সরকার তো তার রাজ্যবাসীর সমস্যার কথা ভেবে পেট্রোলের ভ্যাট ট্যাক্স থেকে 15 টাকা করে প্রতি লিটারে কমাতে পারেন।
কিন্তু টাইমস অফ ইন্ডিয়া র 2021 এর 7 জুলাই পর্যন্ত করা সমীক্ষা থেকে জানা গেছে, পেট্রপন্যের মোট দামের 63% কর নেয় কেন্দ্র এবং রাজ্য নেয় 37% কর।