‘বিজেপির হোডিং লাগালে বিজ্ঞাপন সংস্থা গুলি কে লাইসেন্স বাতিল করার হুমকি দিচ্ছে তৃণমূল’
ডেস্ক: বিধানসভা নির্বাচনের বেশি দিন আর বাকি নেই. সমস্ত পার্টির প্রার্থীরা তাদের প্রচারে ব্যস্ত. ব্যানার ও হোর্ডিং এর মাধ্যমে অনেক জায়গায় প্রচার করা হচ্ছে.
নির্বাচনের আগে প্রত্যেক জায়গায় বড়-বড় হোর্ডিং দেখা যাচ্ছে. তবে রাজ্য বিজেপি সহ-সভাপতির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল হোর্ডিং সব জায়গায় লাগিয়ে দিয়েছে যার জন্য বিজেপির হোর্ডিং এর জন্য খুব কম জায়গা বেঁচেছে.
তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপন সংস্থা গুলির উপর নিয়ন্ত্রণ রেখেছেন. এই জন্য পোস্টার এবং হোর্ডিং লাগানোর বিজেপির অনুরোধ তারা গ্রহণ করছেন না.
তিনি আরো বললেন যে কোন ব্যক্তি যদি ট্রেনের বা বিমানের মাধ্যমে কলকাতায় আসেন তবে তিনি সর্বত্র কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্র দেখতে পাচ্ছেন. বিজেপির একটাও হোর্ডিং জনতা দেখতে পাচ্ছেন না. তার কারণ হলো বিজ্ঞাপন সংস্থা গুলির উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ.
তিনি বললেন যে বিজ্ঞাপন সংস্থা গুলি কে হুমকি দেওয়া হচ্ছে যে তারা বিজেপির কোন প্রবীণ নেতা বা নরেন্দ্র মোদির হোর্ডিং লাগালে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে.
এই কারণ হচ্ছে যে প্রত্যেক জায়গায় মমতা ব্যানার্জির বড়-বড় হোর্ডিং দেখা যাচ্ছে কিন্তু বিজেপির একটাও হোল্ডিং নেই.