বঙ্গভঙ্গের সুর গাইলো দুই বিজেপি সাংসদ, তাদের এমন মন্তব্য নিয়ে সমালোচনা উঠেছে তুঙ্গে

ডেস্ক: একের পর এক উত্তেজনামূলক কথাবার্তায় এমনিতেই বাংলার লোক ক্ষেপে বঙ্গ বিজেপির ওপর। যার উদাহরণ একুশের নির্বাচনের ফলাফলেই পাওয়া গেছে।

এবারে বঙ্গভঙ্গ সুর গাইছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ ভাগ করে আলাদা রাজ্যের দাবি করছে বিজেপির দুই সাংসদ। তাদের মধ্যে একজন জন বার্লা এবং অন্যজন সৌমিত্র খাঁ। প্রথমে বার্লা দাবি করেছিলেন উত্তরবঙ্গ ভাগ করে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হোক। তারপরই সৌমিত্র খাঁ দাবি করেন জঙ্গলমহল ভাগের। তারপর থেকে এই নিয়ে শুরু হয় রাজনৈতিক মহলে সমালোচনা।

তৃণমূল বাম কংগ্রেস কোন দলই বাদ যাচ্ছেনা বিজেপি সমালোচনা করতে। আগামী 29 তারিখ সর্বভারতীয় বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা র উপস্থিতিতে বিজেপির একটি বৈঠক গঠন হবে বাংলায়। যেখানে একুশের ফলাফলের সাথে দুই সাংসদের এরকম মন্তব্যের ওপর ও আলোকপাত করা হবে বলেও ধারণা করা যায়।

এমনিতেও দুই সাংসদের এর মন্তব্যকে নিজ দলেরই নেতা নেত্রী ভালো চোখে দেখছে না। কারণ এ কথা একদম সত্য এই রকম বঙ্গভঙ্গের মন্তব্য বিরোধীদল দের কাছে এক ধাঁড়ালো অস্ত্র। এমনকি যেখানে বাংলার জনগণ ও বিষয়টিকে কটাক্ষের নজরেই দেখবে।

বিষয়টা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে সোশ্যাল মিডিয়াতেও দারুন ট্রোলের শিকার হতে হয় লোকসভার এই দুই বিজেপি সাংসদ কে। যেখানে রাজ্য নেতৃত্ব মঙ্গলবার সতর্ক করে তাদের দু’জনকে এবং নাড্ডা তলব করে সৌমিত্র খাঁ কে।