ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার ও নাসিরুদ্দিন শাহ হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হন হাসপাতালে।
বর্ষীয়ান দিলীপ কুমারের হঠাৎই হওয়া শ্বাসকার্যের সমস্যার জন্য মঙ্গলবার বিকালে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক সমস্যা হলে আইসিইউতে তাকে ভর্তি করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বেশ কিছুদিন স্বাভাবিক থাকার পর আচমকাই শারীরিক অবনতি শিকার হন। সেই কারণেই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরিবারের লোক এবং চিকিৎসকেরা মনে করেন একই সমস্যার শিকার হন অভিনেতা দিলীপ কুমার। বর্তমানে দিলীপ কুমারের বয়স 90 বছর।
অন্যদিকে, অসুস্থতার শিকার হন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সূত্রে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।
নাসিরুদ্দিন শাহ এর ম্যানেজার সাংবাদিকদের জানান, “নিউমোনিয়া আক্রান্ত নাসিরুদ্দিন। চিকিৎসকরা নজর রাখবেন বলেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো জরুরি ছিল। ওর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অভিনেতার কোরোনা পরীক্ষা হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে তার পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি।” তার বয়স বর্তমানে 70 বছর।
এই দুই মহান অভিনেতাদের অনুরাগীরা তাদের আরোগ্য কামনা করছেন।