কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এর বিরুদ্ধে উঠলো বোমা বানানো থেকে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির গুরুতর মামলা

ডেস্ক: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার খবর আমরা প্রয়াশই শুনে থাকি। বেশ কিছু দিন আগে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের নাম করে এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবক একাধিক ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পলাতক হয়। কিন্তু এবারে প্রতারণার অভিযোগ এমন এক ব্যক্তির ওপর উঠেছে যাকে নিয়ে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্ক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে FIR দায়ের হয় দিনহাটা থানায়। অভিযোগ দায়ের করা ব্যক্তির নাম ফিরদৌস ইসলাম। গোসানিমারির বাসিন্দা তিনি। একুশের বিধাসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের সাথে কাজ করেছেন ফিরদৌস। এবার তারই একজন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দিনহাটা থাকায় অভিযোগ করায় নড়ে চড়ে বসে দিনহাটা সহ গোটা রাজ্য।

ফিরদৌসের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের সাথে কাজ করতেন তিনি। সেই সময় ফিরদৌসের কাজে খুশি হয়ে থাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন নিশীথ। তবে কিছু টাকার বিনিময়ে। তার পরেই প্রথমে ফিরদৌসের থেকে এক লক্ষ টাকা নেওয়া হয়। এবং পরে আরো 25 হাজার টাকা নেন নিশীথ।

এই টাকা যোগাড় করার জন্য ফিরদৌসকে বাড়ির গবাদি পশু, টোটো বিক্রি করতে হয়। কিন্তু টাকা দিয়ে দেওয়ার পর ও প্রতিশ্রুতি পূরণ করেননি নিশীথ। তিনি আরো জানান, স্থানীয় একটি কারখানায় পুলিশ তল্লাশি চালিয়ে বোমা ও বোমা তৈরীর বহু সরঞ্জাম ও কাঁচামাল পেয়েছিল। সেই সময় নিশীথ সে সব বোমা ও বোমা তৈরীর সামগ্রী লুকিয়ে রাখতে বলেছিলেন। বোমা সরাতে গিয়ে তা ফেটে গুরুতর আহত হন ফিরদৌস। আইসিইউ তে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসেন তিনি। তাকে সুস্থ করতে নিজের দোকান বেচে টাকা যোগাড় করেছিলেন তার বাবা।

Union Minister Nishith Pramanik faces serious charges of embezzling millions of rupees from making bombs

বর্তমানে ফিরদৌস দাবি করেন, “শুধু আমার নয়, এভাবে অনেকের থেকে টাকা আদায় করেছেন নিশীথ প্রামাণিক। তাঁদের হয়তো ফেরত পাওয়ার তাগিদ নেই। কিন্তু আমার আছে। আমার চাকরি চাই না। ওই টাকাটা ফেরত পেলে অন্তত টোটো কিনে চালাতে পারব। পেটটা তো চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *