ডেস্ক: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি আপাতত ৩-৪ দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়ে বাংলার অধিকাংশে। আজ বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বর্ষণ জারি থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাত জারি থাকবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়।