কলকাতায় এবার ভয়ঙ্কর শীত! কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর !

শীতের আগমনী দেরিতে হলেও প্রথম ওভার থেকেই ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। নভেম্বরের ১৫ তারিখ পেরতেই ঠান্ডা পড়ছে একটু একটু করে। পারদ পতনের ধারা মঙ্গলবারও অব্যাহত। এবার শক্তপোক্ত ব্যাটিংয়েরই ইঙ্গিত মিলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রোজ একটু একটু করে পারদ নামবে।

পশ্চিমের জেলাগুলিতে পারদ পতনের সূচক অপেক্ষাকৃত বেশি।  শীতে শুরুতেই দ্রুত পারদ নেমেছে পুরুলিয়ায় । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।  শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।  রাজ্যজুড়েই শীতের আমেজ বজায় থাকবে।

বঙ্গের উত্তরেও শীতের আমেজ চলে এসেছে পুরোদস্তুর। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলি ঢাকছে কুয়াশার চাদরে। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট বেশিই। দার্জিলিং, কালিম্পংয়ে ঠান্ডার দাপট এখনই বেশ প্রবল। বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর। দৃশ্যমানতা কমে হতে পারে ৫০ থেকে ২০০ মিটার। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে,  দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে  একটি ঘূর্ণাবর্ত। মলদ্বীপের কাছে একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা রয়েছে। উত্তর ভারতে বইতে শুরু করেছে জেট স্ট্রিম উইন্ডস।

এদিকে কলকাতা মহানগরে  গোটা সপ্তাহ ধরেই শীত বাড়বে একটু একটু করে। রাতে ও ভোরে শীতের আমেজ জানান দেবে। আপাতত ৬ দিন তাপমাত্রায় বিরাট হেরফের হবে না। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামবে না। সকালের দিকে কোনো কোনো এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে।  বেলা বাড়লে পরিস্কার আকাশ থাকবে। মোটের উপর মনোরম আবহাওয়াই থাকবে কলকাতায় । কলকাতায় রাতের তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি থেকে নেমে ১৮ ডিগ্রি হয়েছে মঙ্গলবার। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার দিনের তাপমাত্রা  ২৮.৪ ডিগ্রি থেকে নেমে হয় ২৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা দিনে ৮৮ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ।

এই মুহূ্র্তে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা নেই। তামিলনাডু, করাইকাল, কেরল, মাহে, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান ও বিহারে। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে অসম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে।