ডেস্ক: আজই এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টির রেশ থাকবে। রবিবার কম বৃষ্টি। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের যে কোনও সময়ে দুই এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনভর।