ডেস্ক: চাষাবাদ হবে এবার মহাকাশে ও।
শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনাটি বাস্তবায়িত করতে চলেছে NASA।
প্রাণের সন্ধানে পৃথিবীবাসী একাধিকবার পাড়ি দিয়েছে মহাকাশে। কিন্তু এবারে বিষয় টা অন্য রকম। জীবন যাপন করতে গেলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস না থাকলে হয়। খাদ্য ছাড়া তো শরীর অচল।
এমনই চিন্তা ভাবনা রেখে আমেরিকার স্পেস স্টেশন NASA মহাকাশে পাঠিয়েছে সর্ষের ও বাঁধাকপির ছাড়া। শূন্যে ভাসমান স্পেসশিপ এ পরীক্ষা চলছে চাষ প্রক্রিয়ার।
গত ১৩ ই এপ্রিল চারাগুলি রোপণ করা হয়। আর কিছুদিন পরেই জানা যাবে এই নতুন প্রযুক্তি কতটা সাফল্য পেলো। আশাবাদী সকল পৃথিবীবাসী।