বুধবার দুপুর থেকেই শুরু হবে তান্ডব, আতঙ্কে দিন গুনছেন সাধারণ মানুষ
ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাব সোমবার দুপুর থেকেই পড়তে শুরু করেছে রাজ্য। নিম্নচাপের ফলে বৃষ্টি হয়েছে হালকার ওপর। সূত্রে জানা গেছে বুধবার শনিবার ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে ইয়াস। বাংলা ও উড়িষ্যার উপকূলে তীব্রভাবে আঁছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ইয়াস দীঘা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অবস্থান করছে।
ইয়াস মোকাবিলায় চূড়ান্ত সতর্ক রাজ্য প্রশাসন। নবান্নে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম এবং শেয়ার করা হয়েছে আপৎকালীন ফোন নম্বর ও। যেগুলি হল -১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।
বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। জেলায় জেলায় পৌঁছে দেয়া হচ্ছে এনডিআরএফ টিম। উপকূলীয় এলাকা গুলোতে চলছে বাঁধ মেরামতির কাজ।
আমফানের এক বছর পরেও তার টাকা না পাওয়ায় বারবার ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে আগে থেকে শুরু হয়ে গেল কেন্দ্র ও রাজ্যের বিতর্ক। ফের বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “ইয়াসের জন্য ওড়িশাকে ৬০০ কোটি ও বাংলাকে ৪০০ কোটি টাকা অগ্রিম দেয়া হবে”, এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সাথে এক বৈঠকের পর। বাংলা বড় রাজ্য হওয়ার সত্ত্বেও কেন এই বিভেদ? এই নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন বারবার।
সম্প্রতি একটি সূত্রে জানা যায় উড়িষ্যার বালেশ্বর উপকূলে হবে ইয়াসের ল্যান্ডফল। অল্পের জন্য রক্ষা পাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা মুর্শিদাবাদ ঘুর্ণিঝড়ের প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে। বুধবার বিকেল নয় দুপুর থেকেই শুরু হবে তান্ডব। আতঙ্কে দিন গুনছে বঙ্গ ও ওড়িশা বাসীরা।