ডেস্ক: পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে ভয়াবহ আগুন। ক্যামাক স্ট্রিটে আগুন লেগে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ক্যামাকস্ট্রিট ও পার্কস্ট্রিটের সংযোগ স্থলের কাছাকাছি এই বাড়িটি। অনর্গল কালো ধোঁয়া ও আগুনের শিখা চোখে পড়ছে দূর থেকে।
দ্রুত গতিতে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। এলাকা থেকে মানুষজনকে সরানোর চেষ্টা করা হচ্ছে। নিচে রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি অফিস। এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না তাও জানা যায়নি এখনই। আশপাশের রেস্তোরাঁ, কাফে থেকে বার করে দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার। ফোম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুনের উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল।
ইতিমধ্যেই, রেস্তোরাঁ সংলগ্ন বহুতল খালি করে দেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিশু এবং বৃদ্ধদের। রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে রেস্তোরাঁর অ্যাসবেস্টসের ছাদ। দমবন্ধ করা ধোঁয়ায় ঢেকে গেছে পুরো বিল্ডিং। ধোঁয়ার ফলে বিল্ডিংয়ের ভিতরে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।