কি কারণ তৃনমূল ফেরত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবীর মৃত্যুর পিছনে?
ডেস্ক: মঙ্গলবার ভোর রাত 4:35 এ মারা যান মুকুল পত্নী কৃষ্ণা রায়। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। কোরোনায় আক্রান্ত হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ বহু শারীরিক সমস্যার শিকার হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স করে চেন্নাই নিয়ে যাওয়া হয় তাকে। এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা দেবী।
সূত্রে জানা যায় ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইতে। প্রথম দিক থেকেই নানা শারীরিক অসুখ ছিল তার। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হওয়ায় শরীরে বাসা বাঁধে কোরোনা ভাইরাস। ফলে ধীরে ধীরে অসুস্থতায় কাবু হয়ে যান তিনি। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ হয় তার ফুসফুস।
এর আগে তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার বাইপাস হাসপাতালে। বেশ কিছুদিন সেখানেই চিকিৎসা চলছিল তার। একমো সাপোর্টে রাখা হয়েছিল তাকে। জানা যায় ফুসফুসে ফাইব্রোসিস ধরা পড়ে। স্বাস্থ্যে কোনো রকম উন্নতি দেখতে না পাওয়ায় চিকিৎসকেরা ফুসফুস প্রতিস্থাপনের সাজেশন দেন। আর তারপরই গত 17ই জুন দিল্লি থেকে কলকাতায় আসা এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই কার্ডিয়াক অ্যাটাকে মারা যান তিনি। মৃত দেহ বুধবার ফেরত আনা হবে কলকাতায়।
কৃষ্ণা দেবী হাসপাতালে ভর্তি থাকাকালীন তার সাথে হাসপাতালে দেখা করতে যান অভিষেক বন্দোপাধ্যায় এবং ঠিক তার পরেই যান দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুকুল রায় কে ফোন করে স্ত্রীর স্বাস্থ্য অবস্থার কথা জানতে চান।