কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? জেনে নিন কি নির্দেশ এলো নবান্ন থেকে

ডেস্ক: মহামারীর সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্যে জারি থাকা কার্যত বিধিনিষেধের বাড়লো সময়সীমা। আগামী 31 শে আগস্ট পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ গুলি। ইতিমধ্যে পরিবহন ব্যবস্থায় মিলেছে ছাড়। মেট্রোর সংখ্যা ও বাড়ানো হয়েছে। কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকবে এখনো।

বৃহস্পিবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। তার কথায়, তিনি মানছেন লোকাল ট্রেন বন্ধ থাকায় কোন সমস্যা হচ্ছে না। কিন্তু নানান কারণে এই মুহূর্তে লোকাল ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না।

শেষবার যখন তাকে লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন এই বিষয়ে তেমন সদুত্তর দেননি তিনি। তবে এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই গোটা বিষয়টি বিশ্লেষণ করে বলেন। “অনেকে আমায় প্রশ্ন করছেন, লোকাল ট্রেনটা কেন চলছে না? এর কারণ হচ্ছে, ভ্যাকসিনটা আমি যতক্ষণ পর্যন্ত গ্রামে-গঞ্জে পুরো না দিতে পারব, তাহলে এর (করোনার) প্রকোপ তো বাড়বে। এখন থেকেই তো (তৃতীয় ঢেউ) কন্ট্রোল করতে হবে। আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে যারা কলকাতায় আসতে চায়। সেই জন্য বাস-অটো সব চালু করে দেওয়া হয়েছে”।

সাথে বললেন, “সমস্যা একটাই। সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। যারা লোকাল ট্রেনে আসতে পারছেন না জানি তাঁদের অনেক অভিযোগ আছে। কিন্তু আপনার জীবনের থেকে তো বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে বন্ধু। আমরা চেষ্টা করছি টিকাকরণ যাতে বাড়ানো যায়। কলকাতার কাছাকাছি জেলাগুলোতে যদি ৫০ শতাংশ ভ্যাকসিনও দিয়ে দিতে পারি, তাহলে লোকাল ট্রেন চালু করে দেব আমার কোনও সমস্যা নেই।”

মূলত তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কারণেই যে লোকাল ট্রেন এখনও জনসাধারণের জন্য চালু হচ্ছে না সেটাই তিনি স্পষ্ট করে জানান। তিনি বললেন, “সবই তো চলছে। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে আমরা আরও কিছুদিন সময় নিচ্ছি কারণ আমাকে তৃতীয় ঢেউটা আটকাতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন যে বাচ্চারা তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো বললাম নিয়ম মেনে যান। কিন্তু দেখা যাবে আরও গাদাগাদি করে সবাই চলে গেল। সুতরাং আরও ১৫ দিন, অর্থাৎ অগস্টের ৩০ তারিখ পর্যন্ত লোকাল ট্রেনের বিধিনিষেধ চালু থাকবে।”

তবে পাশাপাশি এতদিন ধরে চলা নাইট কার্ফু তেও আনলেন শিথিলতা। রাত 9 টার পরিবর্তে 11 টা থেকে ভোর 5 টা পর্যন্ত চলবে নাইট কার্ফু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *