ভাড়া বৃদ্ধির দাবিতে চলবে ধর্মঘট, 2 রা আগস্ট রাজ্যজুড়ে বন্ধ থাকবে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব

ডেস্ক: দ্বিতীয় ঢেউয়ের কারণেই জারি হওয়া লকডাউনের শিথিল হয়েছে বাধা-নিষেধ। নিয়মিত চলছে যানবাহন। কিন্তু পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বাস ও ট্যাক্সির মালিকেরা। তাই ভাড়া বৃদ্ধি করার আবেদন করে রাজ্য সরকারকে। কিন্তু ভাড়া বৃদ্ধিতে কোন মতেই রাজি নয় রাজ্য সরকার।

তাই নিজেদের সমস্যার কথা জানাতে অন্য পন্থা নিল রাজ্যের ট্যাক্সি ও অ্যাপ ক্যাব গুলি। আগামী 2 রা এপ্রিল গোটা রাজ্য জুড়ে বন্ধ থাকবে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব। এই ধর্মঘটে স্বামীর হচ্ছে ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস অর্ডিনেশন কমিটি এবং অ্যাপ ক্যাব অপারেটরস ফোরাম।

ধর্মঘট পালন ছাড়াও পরিবহন ভবন অভিযান করবে তারা। লকডাউন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, গাড়ির ইএমআই সব মিলিয়ে বিপর্যস্ত ট্যাক্সি ক্যাব মালিক চালকরা। এত কিছুর মধ্যে সংসার চালানো দুষ্কর হলেও, গাড়ি চালিয়ে যেতে বাধ্য হচ্ছে তারা।

যদিও সমস্যা সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্যকে বারবার চিঠি দিয়েছে তারা তাও সেই চিঠির সদুত্তর মেলেনি এমনটাই জানায় সংগঠনগুলো। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে তারা। রাজ্য জুড়ে প্রায় 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়েছে সংগঠন।