ডেস্ক: থেমে যেতে রাজি নন তৃণমূলের যুব মোর্চার অভিনেত্রী প্রেসিডেন্ট সায়নী ঘোষ। বাংলা সিরিয়াল থেকে সূচনা অভিনয় জীবনের। তারপর বড়পর্দায় জাঁকিয়ে কাজ করেন সায়নী ঘোষ। একের পর এক সিনেমায় অভিনয় দক্ষতার মাধ্যমে মন জয় করেন দর্শকদের।
তবে এই অভিনেত্রী এখন অন্য এক ভূমিকায় নিজের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি তৃণমূলের যুব মোর্চার সভানেত্রী। এই পদে এত দিন দায়িত্ব পালন করে এসেছিলেন অভিষেক বানার্জী।
একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ আসানসোল বিধানসভায় তৃণমূল প্রার্থী হয়ে ভোটে দাড়িয়ে ছিলেন সায়নী ঘোষ। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভোটে জয়ী হতে পারলেন না। আর তারপরেই তিনি দায়িত্ব পান যুব মোর্চা নেতৃত্বের।
রবিবার সায়নী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ নিজের একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি গাড়িতে বসে আছেন। এবং পরনে রয়েছে নেভি ব্লু শাড়ি সাথে লাল টিপ। পরে রয়েছেন সানগ্লাস।
আর এই ছবির ক্যাপশনে তিনি রাশিয়ান-আমেরিকান লেখিকা ও দার্শনিক অ্যান র্যান্ড লেখা একটি বিখ্যাত লাইন তিন কোট করেন। “The question isn’t who is going to let me; it’s who is going to stop me.”
এর অর্থ “প্রশ্ন এটা নয় কে আমাকে এগিয়ে যেতে দিচ্ছে, প্রশ্ন এটা আমাকে এগিয়ে যেতে আটকাচ্ছে।”
তার ছবির সাথে এমন লেখা কেন? কেউ কি আটকাচ্ছে থাকে তার জীবনের গন্তব্যের এগিয়ে যেতে? লেখার প্রতিটি লাইনের সাথে কি কোথাও নিজের মিল খুঁজে পেয়েছেন সায়নী ঘোষ?
নাকি জীবনে না থামার চিন্তা ভাবনার পথের মাঝখানে যাতে কেউ না আসে তারই অগ্রিম হুঁশিয়ারি?
সায়নীর এই পোস্টে তার অনুরাগীরা অনেক কমেন্ট করে তাকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।