মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করলেন 22 লক্ষ ভ্যাকসিনের বরাত! কিন্তু কেন?

ডেস্ক: দেশজুড়ে যেখানে ভ্যাকসিন এর পড়েছে আকাল সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাতিল করলেন 22 লক্ষ ভ্যাকসিন বরাত। কিন্তু কেন এ পদক্ষেপ? যেখানে গোটা দেশের প্রায় সব রাজ্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে পাঠানোর দাবি করছে।সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কি চিন্তা ভাবনা করে বাতিল করলেন এই টিকার বরাত?

দেশজুড়ে ভাইরাসের প্রকোপ বেড়েছে বহুগুণ। যেখানে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ। যদিও বা সংক্রমনের সংখ্যা নিয়ন্ত্রণে আনা গেছে তাও মৃত্যু মিছিল কমছেনা কোনো ভাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভ্যাকসিন বাতিল করার পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্ন উঠছে বারবার।

এ প্রশ্নেরই উত্তর দিয়ে রাজ্য সরকার জানায় 22 লক্ষ কোরোনা ভ্যাকসিন কিনতে সরকারের খরচা হবে 70 কোটি টাকা। যেখানে কেন্দ্র সরকার জানান বিনামূল্যে প্রত্যেকটি রাজ্য কে পৌঁছে দেয়া হবে ভ্যাকসিন, সেখানে এতগুলো টাকা ভ্যাকসিন এর পেছনে বর্তমানে খরচ করাটা বোকামি হয়ে যাবে। তাই সরকার 22 লক্ষ ভ্যাকসিন বরাদ্দ বাতিল করেন।

গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেন দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্য সরকার গুলি কে আলাদাভাবে ভ্যাকসিন কিনতে হবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ঘোষণার আগেই ভ্যাকসিন কেনার বরাদ্দ দিয়েছিলেন। তাই এখন সে বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এখন থেকে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে ভ্যাকসিন প্রকল্প চালু করবে আর ভারতে উৎপাদিত ভ্যাকসিনের 75 শতাংশই কিনে নেবে কেন্দ্রীয় সরকার। আর সেখান থেকেই প্রতিটি রাজ্যে সরবরাহ করা হবে ভ্যাকসিন।