কেন গ্রেফতার হয়েছিল সিদ্ধার্থ শুক্লা? জেনে নিন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে!

ডেস্ক: ‘মিস্টার পারফেশনিস্ট’ এই কথাটি যথাযথ ভাবে মানানসই সিদ্ধার্থ শুক্লার সাথে। টিভি সিরিয়াল থেকে অভিনয় জীবনের সূচনা করে আজ নিজের প্রতিভার মাধ্যমে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। কাজের প্রতি নিষ্ঠা এবং যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার বিশেষ দক্ষতার অধিকারী ছিলেন সিদ্ধার্থ। দর্শকদের কাছে বেশ পছন্দের অভিনেতা ও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু দুঃখজনক ভাবে আজ তিনি নেই আমাদের মধ্যে।

প্রাথমিক জীবন ও পরিবার

1980 সালে 12 ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সিদ্ধর্থ শুক্লা। তার বাবা অশোক শুক্লা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এবং মা রীতা শুক্লা ছিলেন গৃহবধূ। সিদ্ধার্থের দুটি দিদি ও আছে। সিদ্ধার্থের মডেলিংয়ের দিনগুলোতে ফুসফুসে সমস্যার কারণে তিনি তার বাবাকে হারান। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স হাইস্কুলে তিনি বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করেন। এবং পরবর্তীকালে রচনা সংসদ কলেজ থেকে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোট থেকে তিনি খেলাধুলার সাথে যুক্ত ছিলেন। তিনি নিজের স্কুলকে টেনিস এবং ফুটবলে রিপ্রেজেন্ট করেছেন।

ইন্টেরিয়র ডিজাইনিং এ ডিগ্রি অর্জন করার পর তিনি কিছু বছর ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে কাজও করেছেন।

মডেলিং লাইফ

ছোট থেকেই সিদ্ধার্থের অভিনয়ের প্রতি আলাদা ঝোঁক ছিল। 2004 সালে তিনি গলড্রাগ্স মানহান্ট এন্ড মেগামডেল কনটেস্ট অংশ নিয়েছিলেন। এর পর একটি একটি মিউজিক ভিডিও তেও তাকে দেখা গেছিল। যা ছিল তার প্রথম মিউজিক ভিডিও।

2005 সালে তিনি তুর্কি তে হওয়া বিশ্বের সেরা মডেল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। যেখানে তিনি ভারত কে রিপ্রেজেন্ট করেন। গোটা এশিয়া, ইউরোপ এবং লাতিন আমেরিকার প্রায় 40 জন প্রতিযোগীকে হারিয়ে ‘বিশ্বের সেরা মডেল’ এর শিরোনাম জেতেন। যার পরেই তিনি একাধিক টিভি অ্যাড করতে থাকেন।

টেলিভিশনে ডেবিউ

2008 সালে তিনি টেলিভিশন শো ‘বাবুল কে আঙ্গান ছুটে না’ থেকে সিরিয়ালে ডেবিউ করেন। এই সিরিয়ালটি সনি টিভি তে দেখানো হতো। এবং এখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। কালার্স টিভি তে হওয়া সিরিয়াল ‘বালিকা বধূ’ থেকে তিনি বেশি জনপ্রিয় হন।

2013 সালে ‘ঝলক দিখলা যা 6’ এ তিনি অংশ নেন। কিন্তু পরবর্তীকালে এলিমিনেট ও হয়ে যান। সূত্রে জানা যায়, সিদ্ধার্থ শুক্লার সাথে ধর্মা প্রোডাকশন এর তিনটি সিনেমার কনট্র্যাক্ট হয়েছিল।

2014 সালে তার বলিউড ডেবিউ হয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমাতে। যেখানে তিনি পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি এত নিখুঁত ভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন যে তাকে 2015 সালে বেস্ট সাপোটিং মেল অ্যাক্ট্ররের স্টারডাস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

2014 সালে তিনি ‘সাবধান ইন্ডিয়া’ র সঞ্চালনায় ছিলেন। 2015 সালে বালিকাবধূ থেকে বেরিয়ে তিনি ইন্ডিয়াস্ গট ট্যালেন্ট 6 এবং 7 সঞ্চালনা করেন। 2016 সালে ‘ফেয়ারফ্যাক্টর খাতড়ো কে খিলাড়ি 7’ এ অংশগ্রহণ করেন এবং বিজেতা হন। এই সময় একটি মুভি ও করে ফেলেন তিনি।

2019 সালে বিগ বস 13 সিজনে অংশগ্রহণ করেন এবং সেখানে দর্শকদের সমর্থনে ব্যাপকভাবে জয়লাভ করেন সিদ্ধার্থ শুক্লা। অর্মাক্স মিডিয়ার তরফ থেকে জানানো হয় সিদ্ধার্থ শুক্লা এখনো পর্যন্ত সবথেকে বেশি জনপ্রিয় প্রতিযোগী বিগ বসের সবকটি সিজেনের মধ্যে।

বিগ বস জেতার পর সিদ্ধার্থ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। যেগুলো ব্যাপক মাত্রায় জনপ্রিয় হয়ে ওঠে।

সিদ্ধার্থ শুক্লা OTT প্লাটফর্মে ও কাজ করেন। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিফুল’এ। যেখানে সিদ্ধার্থের চরিত্রের নাম ছিল অগস্ত্য। এটিই ছিল তার শেষ এখনো পর্যন্ত শেষ কাজ। Mx player ও ALTBalaji তে এটি স্ট্রিমিং হয়।

ব্যক্তিগত জীবন

বিগ বসের আরও এক প্রতিযোগী শেহনাজ গিলের সাথে সিদ্ধার্থের প্রেমের সম্পর্কের কথা জানা যায়। তবে প্রকাশ্যে তার মুখ না খুললেও, তাদের মধ্যে বেড়ে চলা কেমিস্ট্রি ছিল চর্চায়।

কন্ট্রোভার্সি

2019 সালে সিদ্ধার্থকে পুলিশে গ্রেফতার করে নিয়ম ভেঙে গাড়ি চালানোর অপরাধে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে ধাক্কা ও মারেন সিদ্ধার্থ।

কো-অ্যাক্টর রশ্মি দেশাইয়ের সাথে তার লেগে থাকা ঝামেলার প্রায় সকলেই প্রমাণ। ‘দিল সে দিল তাক’ সিরিয়ালে একসাথে কাজ করেছিলেন তারা। পরবর্তীকালে বিগ বস 14 এও একসাথে দেখা যায় তাদের। সেখানে চলতে থেকে থাকা নিজেদের মধ্যে অশান্তি শো’য়ের TRP বাড়াতেও দারুন সাহায্য করেছিল।