ঘটলো জল্পনার অবসান! রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা

ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির সর্বসম্মত প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মঙ্গলবার শরদ পাওয়ারের ডাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিশ্চিত করতে দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিলেন বিরোধী দলগুলোর নেতারা। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন যশবন্ত সিনহা। বৈঠকের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলি সাধারণ প্রার্থী হবেন যশবন্ত সিনহা। তিনি আরো বলেন, মোদি সরকার যাতে আরো ক্ষতি না করতে পারে তার জন্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আমরা একজন সাধারন প্রার্থী মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছি আজকের বৈঠকে আমরা যশবন্ত সিনহা কে বিরোধীদের সাধারন প্রার্থী হিসেবে বেছে নিয়েছি। আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে যশবন্ত সিনহা কে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।’

এর আগে শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে এসেছিল বিরোধীদের আলোচনায়। তবেই তারা কেউ রাজি হননি ফলে সোমবার বিকাল থেকেই যশবন্ত সিনহার নাম উঠেছে বারবার। শরদ পাওয়ার, জানিয়েছেন 27 শে জুন সকাল সাড়ে 11 টায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবে বিরোধীরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যশবন্ত সিনহার নাম সমর্থন জানিয়েছিলেন বলে জানা যায়। এছাড়া সোমবার বিকালে তৃণমূলের সূত্রে জানা যায় তিন-চারটি বিরোধীদল যশবন্ত সিনহা কে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চাইছে। মঙ্গলবার সকালে দল থেকে ইস্তফা দেন যশবন্ত সিনহা। তিনি টুইট করে বলেছিলেন, “তৃণমূলে যে সম্মান ও মর্যাদা আমাকে দেয়া হয়েছে তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন সময় এসে গিয়েছে যখন আমাকে বৃহত্তর জাতীয় স্বার্থ এবং আরও উন্নত বিরোধী ঐক্যের জন্য দল থেকে সরে যেতে হবে। আমি মনে করি তিনি আমার এই সিদ্ধান্তকে অনুমোদন করবেন।”

যশবন্ত সিনহার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকল প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার কারণে আমি শ্রী যশবন্ত সিনহা কে অভিনন্দন জানাতে চাই। তিনি অত্যন্ত সম্মানীয় এবং বুদ্ধিমান মানুষ। তিনি অবশ্যই আমাদের মহান জাতির মূল্যবোধকে সমুন্নত রাখবেন।’