হাড় হিম করা মেঘের দৃশ্য যা দেখে আপনিও অবাক হবেন
ডেস্ক: হিমবাহ শব্দটি সকলের কাছেই পরিচিত।
পাহাড় পর্বতের গা বেয়ে প্রচন্ড গতিবেগে বরফের স্তূপ নেমে আসার বিষয়টি খুবই স্বাভাবিক।
কিন্তু কখনো ভেবে দেখেছেন, পর্বতের বুকের ওপর থেকে ছুটে আসা মেঘের হিমবাহ এক কথা যেটিকে বলা যায় মেঘের এভ্যালাঞ্চে?
নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয় একটি ভিডিও।
ভিডিওটি নেওয়া হয়েছিল মাস খানেক আগে নেপালে ঘুরতে যাওয়া একদল পর্বতারহীদের দ্বারা।
নেপালের হিমালয় পর্বতমালার কাপুছে গ্লেসিয়ার লেকের কাছে একটি “মেঘের তুষারপাত” দেখা গিয়েছিল সেটি কেই ফ্রেম বন্দী করে ট্যুরিস্টরা।
প্রকৃতির এই বিরল দৃশ্য কে উপভোগ করতে অনেক ঝুঁকি নিতে হয়েছে তাদের।
সাদা পেজা তুলোর মতো একগুচ্ছ মেঘ পর্বত গ্রাস করে, গতির সাথে ছুটে এসে ম্লান হল হৃদের ওপর।
তীব্র বাতাসের সাথে তোলপাড় করে দিলো ট্যুরিস্টদের ক্যাম্প। সৌভাগ্য বসত প্রাণহানি হয়নি কারোর।
সব শেষে হৃদের সামনে দেখা যায় একটি ছোট্ট রামধনু।
কথায় আছে প্রকৃতি শ্রেষ্ঠ শিল্পী, এই ভিডিও তে তার শিল্পতার একটি ছোট্ট নিদর্শন পাওয়া যায়।