আইআইটি রুরকিতে করোনা হানা, আক্রান্ত ৯০জন পড়ুয়া

ডেস্ক.  একসঙ্গে ৯০ জন পড়ুয়া করোনা আক্রান্ত। উত্তরাখণ্ডের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা থাবা। রুরকি আইআইটির ৯০ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। রুরকি আইআইটির মিডিয়া সেল ইনচার্জ সোনিকা শ্রীবাস্তব এই তথ্য সংবাদমাধ্যমকে দেন।

তিনি আরও জানান, হরিদ্বার জেলা স্বাস্থ্য দফতর পাঁচটি হস্টেল সিল করে দিয়েছে। কোরাল, কস্তুরবা, সরোজিনী, গোবিন্দ ভবন ও বিজ্ঞান কুঞ্জ হোস্টেলগুলিকে সিল করে দেওয়া হয়েছে বলে খবর। এই হস্টেল সংলগ্ন এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোনিকা শ্রীবাস্তব জানিয়েছেন এই আইআইটির পাঁচটি হস্টেলে ১২০০জন পড়ুয়া থাকেন। আইআইটিতে রয়েছে প্রায় তিন হাজার ছাত্র ছাত্রী। বর্তমানে হস্টেলগুলির সব পড়ুয়াদেরই করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আইআইটির নতুন পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরাখন্ড জুড়ে ৭৮৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৫,৪৯৮। এদিকে, শুক্রবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১,৩১,৯৬৮ জন। গত চব্বিশ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭৮০ জন। যার ফলে আপাতত দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ৫৪২ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬৪২ জনের। যার ফলে গত পাঁচ দিনে এই নিয়ে চার বার করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল ভারত।

এদিকে,গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ২৫৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। যা রীতিমতন কাঁপুনি ধরাচ্ছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৩৯৩। গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৯ হাজার ২৯২ জনকে।

করোনার দ্বিতীয় দফার ধাক্কায় কাবু গোটা দেশ। হঠাৎ করেই দেশে সংক্রমণ মারাত্মক হারে বাড়ছে। যার জেরে রীতিমতো অপ্রতুলতা দেখা দিয়েছে হাসপাতালের বেড সংখ্যায়। পুনে, লখনউ, আহমেদাবাদের মতো শহরগুলিতে অবস্থা প্রায় একই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *