বিজেপি এলে একসঙ্গে কৃষক ভাইয়েরা পাবেন ২৮,০০০ টাকা: প্রভাকর পণ্ডিত
ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে ১৮,০০০ টাকা। এছাড়া প্রতি বছর তাদের ১০,০০০ টাকা করে অনুদান দেবে সরকার। তার মানে মোট ২৮,০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক খাতায় ঢুকবে। প্রচারে গিয়ে সাঁকরাইল বিধানসভার বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত কৃষকদের এমনটাই জানালেন।
প্রভাকর পণ্ডিত বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পিএম কিসান প্রকল্পের অধীনে রাজ্যের ৭৫ লক্ষ কৃষকের বকেয়া ১৮,০০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সরকার। এই টাকা ৩ বছর ধরে আটকে রেখেছেন দিদি। সঙ্গে তিনি বলেন, তার পর থেকে প্রতি বছর রাজ্যের কৃষকরা ১০,০০০ টাকা করে অনুদান পাবেন। এর মধ্যে ৬,০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। বাকি ৪,০০০ টাকা দেবে রাজ্য।
এছাড়া ভূমিহীন কৃষকদের জন্য কৃষক সুরক্ষা যোজনার অধীনে বছরে ৪,০০০ টাকা করে দেবে বিজেপি সরকার। ৬০ বছরের বেশি বয়সী কৃষকদের মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেবে তারা। দুর্ঘটনা ঘটলে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন কৃষকরা।
২০১৯ সালের নির্বাচনের আগে দেশে পিএম কিসান প্রকল্প শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রের সঙ্গে বিবাদ লেগে রয়েছে রাজ্যের। কেন্দ্র রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে চায়। যাতে রাজি নয় মমতা সরকার। ফলে দেশের সমস্ত রাজ্যের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেলেও পশ্চিমবঙ্গের কৃষকরা তা পান না।