ভোটের মাঝে কয়লা পাচারকাণ্ডে ইডির জালে রাজ্যের পুলিশ আধিকারিক, চাঞ্চল্য তুঙ্গে

এবার কয়লা পাচারকাণ্ডে ইডির জালে রাজ্যের পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, শনিবার রাতে দিল্লিতে বাঁকুড়ার আইসিকে আটক করে দেশের তদন্তকারী এই সংস্থা। ভোট পর্বের মাঝে রাজ্যপুলিশের এই আধিকারিকের আটক ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। প্রসঙ্গত এই ঘটনার সঙ্গে সঙ্গেই কয়লাকাণ্ড ঘিরে কোনও পুলিশ অফিসারের নাম প্রথম আটকের তালিকায় এল। জানা গিয়েছে, এই আইসি কয়লাকাণ্ডে মূল অভিযুক্তের আত্মীয়।

জানা গিয়েছে, আজ আদালতে তোলা হবে অশোক মিশ্রকে। তাঁকে ইডি জেরা করে বাংলার কয়লাপাচার কাণ্ডে বড়সড় তথ্য উদ্ধার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, এই মামলায় জেরা করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল অশোকম মিশ্রকে। তারপরই গ্রেফতারি।

এদিকে, ইডির আগে কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে একাধিকবার জেরা করেছে সিবিআই। তাঁর কাছ থেকে বিনয় মিশ্র সম্পর্কে তথ্য জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা। বিনয় মিশ্রের সঙ্গে অশোক মিশ্রের সম্পর্ক ঘিরে বহু তথ্য ইডির হাতেও যায় বলে শোনা যায়। এরপরই শনিবার রাত ১১ টা নাগাদ বাঁকুড়ার আইসিকে আটক করে পুলিশ।

কয়লাকাণ্ড ঘিরে ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা বহু পাণ্ডাকে এবার নিজের জালে নিতে শুরু করেছে ইডি। এই কাণ্ডে, ইতিমধ্যেই বিনয়ের ভাই বিকাশের নাম লুক আউট নোটিসে আনা হয়। তারপর অশোক মিশ্র আসে ইডির জালে