স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান এর যথাযথ সম্মান দেওয়া হবে: বটুকেশ্বর দত্তের গ্রামে এসে বললেন বিজেপি প্রার্থী বিজন মন্ডল

পৌলমী দাস:

২০২১ বিধানসভা নির্বাচনে ৮ দফা ভোট চলছে এবং ৩ দফায় ভোট হয়ে গেছে। আগামী ১৭ই এপ্রিল পূর্ব বর্ধমানে কিছু এলাকা সহ খণ্ডঘোষ বিধানসভায় পঞ্চম দফায় ভোট হতে চলেছে।
খণ্ডঘোষ বিধানসভায় বিজেপি প্রার্থী বিজন মন্ডল আজ খণ্ডঘোষ বিধানসভার বেশ কিছু জায়গায় নিজের প্রচার কার্য চালালেন।
তার খেজুরহাটী, ওঁয়ারীগ্রাম, অমরপুর, আলিপুর এসমস্ত খণ্ডঘোষ সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার চালানোর কর্মসূচি ছিল।
আজ সকালে খেজুরহাটী গ্রাম হয়ে ওঁয়ারীগ্রামের স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত এর জন্মস্থান এ গিয়ে তিনি উপস্থিত হন সেখানে তিনি বিপ্লবী বটুকেশ্বর দত্তকে কেন্দ্র করে নিজের বক্তব্য পেশ করেন।

তিনি বলেন, বটুকেশ্বর দত্ত যিনি একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতবর্ষের জন্য নিজের আত্ম বলিদান করেছেন তাঁর পরিচয়, তাঁর স্মৃতি ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।
তার স্মৃতি সদন, তাঁর বাড়িটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেটি বিভিন্ন খাতে কাটমানিতে চলে গেছে।
আগামী দিনে বিজেপি সরকার এদিকে লক্ষ্য রাখবে যেনো স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি, অবদান এবং আত্ম বলিদান এর যথাযথ সম্মান দেওয়া হয় এবং বটুকেশ্বর দত্তের জন্মভূমিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা দেন।