প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগত্যা জানতে চাওয়ায়, জরিমানা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

ডেস্ক: প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক। গুজরাত ইউনিভার্সিটিকে প্রধানমন্ত্রীর শিক্ষার বিশদ তথ্য তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিল গুজরাত হাইকোর্ট । আদালত জানিয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দায়িত্বের সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতার কোনও সম্পর্ক নেই।

শুধু তাই নয়, সরকারি পরিসরে যে তথ্য রয়েছে, তার বাইরে গিয়ে নতুন করে কোনো প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদ তথ্য চাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জরিমানাও দাবি করেছেন গুজরাত হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণব। কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গুজরাত হাইকোর্টের বক্তব্য, “যাবতীয় তথ্য নাগালের মধ্যে থাকা সত্ত্বেও, তথ্য জানার আইনকে ব্যবহার করে যে ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য হাতে পেতে প্রচেষ্টা চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, তাতে তাঁর অভিসন্ধি নিয়ে সন্দেহ দানা বাঁধাই স্বাভাবিক। তথ্য জানার আইনের আওতায় যা পড়ে না, তা নিয়ে খামোকা বিতর্ক তৈরির চেষ্টা।