জামালপুরের মানুষ প্রশাসন ব্যবস্থা থেকে প্রতারিত হয়ে নব উন্নয়নের আশায়: বলরাম ব্যাপারী

ডেস্ক: আগামী কাল পঞ্চম দফায় ভোট। পূর্ব বর্ধমান সহ রাজ্যের বেশ কিছু অঞ্চলে কাল ভোটের দিন নির্ধারণ করা হয়।

এইবার বিধানসভা নির্বাচনে মানুষের মনের একই প্রশ্ন, কি হবে এবার? পরিবর্তন হবে নাকি আবার সেই তৃণমূলের শাসন হবে? পূর্ব বর্ধমানের জামালপুর অঞ্চলে এমনই কিছু পরিস্থিতি দেখা যায়। যেখানে মানুষ প্রশাসন ব্যবস্থা থেকে প্রতারিত হয়ে নব উন্নয়নের আশায়।

জামালপুর বিধানসভার বিজেপির প্রার্থী বলরাম ব্যাপারী নির্বাচনী প্রচারের শেষ দিন মিডিয়ার সামনে দাবি করছেন, এবার মানুষ আসল পরিবর্তন চাইছে। মানুষের সমর্থন বিজেপি এর সাথে।

বিজেপি আসলে ১০০ দিনের কাজ ২০০ দিন হবে, কাটমনি বন্ধ হবে।

আমরা আসলে ১০০ দিনের কাজ ২০০ দিন হবে। বাংলা দুর্নীতিমুক্ত হবে। টিএমসি সরকারে যে রাস্তাঘাট হচ্ছে যে সমস্ত নিম্নমানের মেটিরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, সেই কাট মানি বন্ধ হবে। কোথাও কোথাও রাস্তা দেখা যাচ্ছে করে গেছে, কিন্তু সেগুলো এক মাসের মধ্যে আবার পিচ উঠে চলে গেছে।
আমরা এলে আমাদের প্রথম লক্ষ্য থাকবে যাতে রাস্তায় যে কাটমানি টা চলে সেই কাটমানি টা যেন বন্ধ হয় এবং উন্নত মানের মেটারিয়ালস দিয়ে রাস্তা তৈরি করব।