সাঁকরাইলে গরীব মানুষদের নিয়ে রাজনীতি করে গেছেন প্রিতিনিধিরা, এবার হবে কাজ : প্রভাকর পণ্ডিত

ডেস্ক. স্বাধীনতা পর থেকেই যারা ক্ষমতায় রয়েছেন সাঁকরাইলের গরীব মানুষদের নিয়ে রাজনীতি করে গেছেন। গরিব মানুষদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে গেছেন । ঘর থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে বিভিন্ন যোজনা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিশ্রুতি দিয়েছেন । প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি বাস্তবে একটা কিছু করেননি । তাই মানুষ ওনাকে আর চাইছে না, এবার বিজেপিকে চাইছে। একটি নির্বাচনী প্রচারে গেয়ে এ কথা বলেছেন বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত।

তিনি বললেন, কৃষকরা যে কৃষকদের সম্মান নিধি পাচ্ছে না এবং ৩ বছরের ১৮ হাজার টাকা পাওয়ার কথা যে এখনো ১৮ হাজার টাকা করে পাইনি আমরা ক্ষমতায় এলেই আমরা ১৮০০০ টাকা সমস্ত কৃষকদের একাউন্টে পরিবারের কাছে পৌঁছে যাবে।

আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি দিদি

আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি দিদি। আমরা এলেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করব।