ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান আফগানিস্তান মৃত কমপক্ষে 130 জন

ডেস্ক: রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 6.1। বুধবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান ও আফগানিস্তান। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আফগানিস্থানে কমপক্ষে 130 জনের মৃত্যু হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের শহর থেকে 44 কিলোমিটার দূরে।

আরো পড়ুন: Stroytelling: গল্প বলতে ভালোবাসেন? জানেন কি গল্প বলে আপনি পেতে পারেন টাকা?

বুধবার ভোরে ব্যাপক কম্পন অনুভূত হয় আফগানিস্তান ও পাকিস্তানে। ভূমিকম্পে 500 কিলোমিটার এলাকা কেঁপে উঠে। দুই দেশে ভূমিকম্প অনুভূত হলেও আফগানিস্তান ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় সেখানে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল। এছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, কোয়েতা, মুলতান সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরো পড়ুন: ঘটলো জল্পনার অবসান! রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা

ভূমিকম্পের জেরে কমপক্ষে 130 জনের মৃত্যু হয়েছে । আফগানিস্থানে ভেঙে পড়ে অগুনতি বাড়িঘর। অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কমপক্ষে 250 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো 130 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকতিকা জেলা। কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে সেখানে। তালিবান বিপর্যয় মোকাবিলা দপ্তর এর প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানান পাকতিকা জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *