‘ট্রেনে পাথর ছোড়া অন্যায় ‘ বললেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল

ডেস্ক : ট্রেনে পাথর ছোড়া ভুল, তিনিও দেশের নাগরিক এবং দেশের অগ্রগতিতে তাঁর সহযোগিতাও থাকা উচিত। আজ এ কথা বলেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল।

কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আজ হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেন বন্দে ভারত এক্সপ্রেসে ঘন ঘন পাথর সোনার ঘটনায় তিনি উদ্বিগ্ন। জনগণের সুবিধার জন্য ভারত সরকার এই ট্রেন চালু করেছে যাতে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। ট্রেনে পাথর ছোড়া অন্যায়। এই ট্রেন চলায় মানুষ খুশি। ভ্রমণে সময় কম লাগছে, মানুষের ভালো যাত্রা হচ্ছে। মানুষের চিন্তাভাবনা বদলানো উচিত। ভারত উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই মানুষের সহযোগিতা থাকা উচিত। ঝাড়খণ্ড হোক, বিহার বা পশ্চিমবঙ্গ, যেখানেই এই ধরনের মানুষ পাথর ছুড়ে মারে, তাদেরও ভাবা উচিত আমরাও এই দেশের নাগরিক। তাদেরও এই দেশের উন্নয়নে অবদান রাখা উচিত।

কেন্দ্রীয় আবাস যোজনায় রাজ্যে গরিবরা ঘর পাচ্ছে না এই অভিযোগ সম্পর্কে তিনি বলেন যে আমাদের ব্যবস্থায় আবেদনকারী রাজ্য সরকারের মাধ্যমে অনলাইনে আবেদন করেন। যদি কোন ভুল তথ্য পাঠানো হয় বা কোনও অভিযোগ থাকে তবে তারা সে সম্পর্কে তারা তদন্ত করে দেখেন। কিছু জায়গায় এমনও হয় যে আবাসন প্রকল্পটির টার্গেট দেওয়ার পরেও তা পূরণ হয় না। তাই সমস্যা হয়, কাজ সময়মতো হয় না। সে কারণেই এই সমস্যা হয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, রাজ্য সরকারের উচিত নির্বাচন ভালোভাবে পরিচালনা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *