পুণ্যলাভের যাত্রায় ঘটলো বাস দুর্ঘটনা

ডেস্ক : নানা দেশের মিলনক্ষেত্র গঙ্গাসাগর। হাজার হাজার মাইল অতিক্রম করে পুণ্যলাভের আশায় ছুটে আসে ভক্ত ,সন্ন্যাসী , এবং দেশি- বিদেশী অতিথিরা। তারই মধ্যে ঘটলো একটি দুর্ঘটনা। ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় জখম হলেন ৫জন যাত্রী।

শনিবার ভোরে ঘন কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কম ছিল।  সাগরের জোড়ামন্দির এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুণ্যস্নান সেরে কলকাতার পর্যটকদল গাড়ি করে কচুবেড়িয়ায় ফিরছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদুৎতের খুঁটিতে ধাক্কা মারে। তবে গাড়িটির গতি কেমন ছিল বা কুয়াশার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি এখনো। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত্র হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তা করেন, পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই ঘটনার পর বাবুঘাট থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা বন্ধ করা হয়। কচুবেড়িয়ার লট এইট থেকে লঞ্চ ও ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়ে। ভিড় এড়াতে ট্রানজিট পয়েন্ট থেকেও বাস পরিষেবা বন্ধ করে দিয়ে প্রশাসন। বিপাকে পড়েন গঙ্গাসাগর যাত্রীরা।