ঘোষণা হল নতুন প্রকল্প ‘মেধাশ্রী স্কলারশিপ’

ডেস্ক: গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ যত টা পারবো না ,তত টা পারবো না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবেনা। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে।’

রাজ্যে শুরু হচ্ছে আরো এক নয়া প্রকল্প। গতকাল সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। জানান কেন্দ্র সরকার ওবিসি দের স্কলারশিপের্ টাকা বন্ধ করেছে। কিন্তু তিনি তা হতে দেবেন না। নয়া একটি প্রকল্পের মাধম্যে ওবিসি দের সেই টাকা দেবেন তিনি। এছাড়াও সরকারি একটি নতুন প্রকল্পের কথা জানান তিনি।

এতে তিনি বলেছেন যে, ৮০০ টাকা করে দেওয়া হবে। যারা ওবিসি তাদের একটা নাম দেওয়া উচিত তাই তাদের মেধাশ্রী নাম দিয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়ে মেধাশ্রী। আজ থেকে ওবিসি রা পাবে মেধাশ্রী স্কলারশিপ।

কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা নিয়েও এদিন সরব হন তিনি। এই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনে যাঁদের দিয়ে কাজ করিয়েছ, তাঁদের টাকা দেবে না। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছ, তোমাদের টাকা নয়। নেতারা এসে বলে সব দিল কে, নাকি তারা দিল। কোথার থেকে তারা দিল, আমার ঘরে মাছের তেলে মাছ ভাজা। রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে কেন্দ্রীয় সরকার। আমরা ৬০ শতাংশ টাকা পাই, সেই টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না।’