ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন

ডেস্ক : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আই এস এফ) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানী রাসমণি রোডে সমাবেশ। দুর্নীতিমুক্ত আদর্শ জনগণের পঞ্চায়েত গোড়ার ডাক দিয়ে এই সমাবেশ। এছাড়াও রয়েছে একাধিক সমস্যা। হাওড়া ব্রিজ হয়ে কলকাতার উদ্দেশ্যে পদযাত্রায় সামিল কয়েকশো আই এস এফ কর্মীরা। হাওড়া স্টেশনে জমায়েত হয়ে সমাবেশে যোগ দিতে মিছিল।

প্রতিষ্ঠা দিবসের এই সমাবেশে আই এস এফ এর কর্মীরা জানান,আজও বিভিন্ন এলাকা থেকে কর্মীরা আসছে, বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে , পুলিসিকে দিয়ে কেস, মামলা দেওয়া হচ্ছে। আমরা মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আগামী পঞ্চয়েত নির্বাচনে যাতে প্রকৃত অর্থে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে পারি সেই আহ্বান জানাতে আমরা আজকে ধর্মতলায় জমায়েত করছি।

এছাড়াও, তাদের দাবি সমস্ত রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা হোক, আনিস খান হত্যার বিচার, বগটুই গণহত্যার বিচার, নারকীয় গণহত্যা বন্ধ হোক এসবেরি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।