নেতাজির জন্মদিন, পরাক্রম দিবস হিসাবেও পালিত হবে

ডেস্ক: ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার।

নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের ২১টি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আজ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার। এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এবং নীল ও হ্য়াভলককে শহিদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভার্চুয়ালি নামকরণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “নেতাজিই এই সকল দ্বীপের একসময় নামকরণ করেছিলেন। কিন্তু সেই সময় মর্যাদা দেওয়া হয়নি। নেতাজির জন্মবার্ষিকীতে তাই বীরেদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভাবনা। নেতাজির ভাবনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য একাধিক মিউজিয়ামও করা হয়েছে। ১২৫ তম জন্মদিবসে দেশে ধুমধাম করে উদযাপন করা হয়েছিল। বাংলা থেকে দিল্লি হয়ে আন্দামান সর্বত্র নেতাজিকে স্মরণ করা হচ্ছে। স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা করা হয়েছে। নেতাজিকে নিয়ে যত ফাইল আছে তা সকলের সামনে আনা হচ্ছে। যাতে মানুষ সব জানতে পারে।”

এছাড়াও তিনি বলেন, “যে ২১ দ্বীপের আজ নামকরণ হচ্ছে সেখানে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ভাবনা। অমৃতস্য পুত্রহ। বীরদের পরাক্রম বার্তা। মাতৃভূমির জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন আজকের দিন তাঁদের। সেনা থেকে সিপাহী, আজকের দিন সেই সকলের জন্য উৎসর্গ করছি। নেতাজির এই জন্মদিনে তাই পরাক্রম দিবস পালন করে চলেছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *