দিল্লির রাজপথে এবার দূর্গাপ্রতিমা

ডেস্ক: অবশেষে ২ বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে থাকছে বাংলার ট্যাবলো। এবার থিম দুর্গাপুজো। সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, ঠাকুর দালানে জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।

২০২১ ও ২০২২, পরপর ২ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ যাওয়ার পর, ২০২৩-এ ফিরছে বাংলার ট্যাবলো। এবছর বাংলার ট্যাবলোর থিম দুর্গাপুজো। ২০২১এ ডিসেম্বরে কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage’এর স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে গত বছর পুজোর আগে, মুখ্যমন্ত্রীর ডাকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় কলকাতায়।

এবছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, সেই দুর্গাপুজোকেই থিম করে ট্যাবলোর প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো স্থান না পাওয়া নিয়ে কার্যত কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু হয়ে যায়।