আজ থেকে শুরু হল আন্তর্জাতিক বইমেলা

ডেস্ক: ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন আজ । সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রী, গিল্ডের কর্মকর্তারা, থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় -সহ আরও অনেকে। ৩১ জানুয়ারি থেকে মেলার গেট খুলে দেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।

জানা গেছে, মোট ২০টি দেশ এই মেলায় অংশগ্রহণ করছে। ৯৫০টি বইয়ের ষ্টল থাকবে মেলা প্রাঙ্গনে। উদ্বোধনের দিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ‘জীবনকৃতি সম্মান’ দেওয়া হবে। এছাড়াও, থাকবে নানা অনুষ্ঠান।

আরও জানা গিয়েছে, এবারের বইমেলাতে রেকর্ড সংখ্যক ছোট প্রকাশক স্টল দিচ্ছেন । নতুন প্রকাশক রয়েছেন ৬৮ জন । বইমেলা আয়োজক কমিটি মনে করছে করোনার পর এবারের বইমেলায় রেকর্ড ভিড় হবে । গত কয়েকবারের রেকর্ড এবার ভেঙে যেতে পারে ।

এদিকে, বইমেলার সময় বইপ্রেমীদের কথা মাথায় রেখে রবিবারেও ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখা হচ্ছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১০৬-এর বদলে ১২০টি মেট্রো চলাচল করবে। সকাল ৬টা ৫৫-এর বদলে ৬টা ৫০ থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো চলবে। তাছাড়া থাকবে বাড়তি বাসও। যাতে যাত্রীরা কোনো অসুবিধায় না পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *