বাজেটের অজানা তথ্য

ডেস্ক: ১লা ফেব্রুয়ারী সংসদে পেশ ২০২৩-২০২৪ এর সাধারণ বাজেট। সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান।

প্রতিবছরের মতোই এবারও বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। আয়কর থেকে মূল্যবৃদ্ধি- এগুলির দিকেই নজর রয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহলের। তার আগে এই বাজেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একবার দেখে নেওয়া যাক।

সাধারণত সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে বাজেট পেশ করা হয়। বাজেট কথাটি এসেছে ফরাসি শব্দ ‘bougette’ থেকে, যার অর্থ ছোট ব্যাগ। সাধারণ বাজেট মূলত ২টি ভাগে হয়। একটি Annual Financial Statement এবং অন্যটি Demand for Grants Annual Financial Statement-এখানে আগামী অর্থবর্ষ সরকারের আয় ও ব্যায়ের একটি হিসাব দেওয়া হয়। Demand for Grants- ভোট অন অ্যাকাউন্ট-এর মাধ্যমে এটি হয়ে থাকে। এর মাধ্যমে সরকারকে অনুমতি দেওয়া হয় যাতে সরকার Consolidated Fund of India-থেকে টাকা নিয়ে খরচ চালাতে পারে যতক্ষণ না Appropriation Bill পাস হচ্ছে।

বাজেটে অর্থনৈতিক সমীক্ষাও থাকে। যা ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তৈরি করেন।

১৯৯৯ সাল পর্যন্ত ব্রিটিশ নিয়ম অনুসারে সাধারণ বাজেট পেশ করা হত ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল ৫টায়। প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার হাত ধরে বদলে যায় এই নিয়ম। সকাল ১১টা শুরু হয় বাজেট পেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *