দাম কমছে কোন কোন জিনিসের?

ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোটের কথা মাথায় রেখে কি বাজেট জনমোহিনী হবে? এই আশা ছিল অনেকেরই। বাজেটে মূল নজর থাকে কী কী জিনিসের দাম বাড়ল, কী কী জিনিসের দাম কমল তার উপর। নির্মলা সীতারামনের বক্তব্যে কোন কোন জিনিসের দাম বাড়ল তার একটা তালিকা পাওয়া গেল।

দাম কমেছে :-
ফোন
ল্যাপটপ
DSLR-এর জন্য ক্যামেরা লেন্স
টিভি প্যানেলের অংশ
লিথিয়াম আয়ন ব্যাটারি
ইথাইল অ্যালকোহল
চিংড়ির দেশীয় উৎপাদন
হীরা তৈরিতে ব্যবহৃত সিড
রপ্তানিকে উন্নীত করতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার তার বাজেট বক্তৃতায় বিভিন্ন পণ্য ও পণ্যের উপর শুল্ক হার কমানোর ঘোষণা দিয়েছেন।

সীতারামন বস্ত্র বাদে পণ্যের উপর শুল্কের হার ২১ থেকে ১৩-তে হ্রাস করার প্রস্তাব করেছেন। তিনি আরও বলেন, সরকার আরও এক বছরের জন্য ব্যাটারির জন্য লিথিয়াম আয়ন কোষের উপর concessional duties অব্যাহত রাখবে।

“খেলনা, ন্যাফথা এবং অটোমোবাইলের মতো পণ্যের উপর সেস এবং শুল্কের সামান্য পরিবর্তন রয়েছে,” তিনি বলেন। অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, “দেশে মোবাইল ফোন উৎপাদন ইউনিটগুলিতে গতি দিতে, কেন্দ্রীয় সরকার ক্যামেরার লেন্সের মতো মোবাইল উৎপাদনে কিছু অংশ এবং ইনপুটগুলির আমদানি শুল্কে ছাড় দেবে,”

মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব – ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে মিলবে সুরাহা? এই প্রশ্ন নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিল আমআদমি। গত কয়েক বছরে আয়করে কোনও ছাড় মেলেনি। গত কয়েক বছরে আয়করে কোনও ছাড় মেলেনি। চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে বাড়ানো হবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? এই নিয়ে উৎসকণ্ঠা ছিল অনেকের। এই বিষয়ে অনেকেই পেয়েছেন স্বস্তি । এবার বাড়ানো হল আয়করের ঊর্ধ্বসীমা। ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হল আয়কর। অর্থাৎ, ৭ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কোনও আয়কর দিতে হবে না।

নতুন কর কাঠামো কেমন হতে চলেছে ?

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লক্ষ আয়ে দিতে হবে না কর,
৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ আয়কর।
৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ।
৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ আয়কর।
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর।
১৫ লক্ষর বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত আয়কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *